Dark Mode
Friday, 26 April 2024
Logo
ভারতের দিল্লীতে ঘন কুয়াশায় বিমান সহ সব যানহান চলাচলে ব্যাহত

ভারতের দিল্লীতে ঘন কুয়াশায় বিমান সহ সব যানহান চলাচলে ব্যাহত

ভারতের দিল্লীতে বেশ কয়েকদিন ধরে জেকে বসেছে শীত আর ঘন কুয়াশা আজ সোমবার সারাদিন ঘন কুয়াশার কারনে দিল্লিতে বিমান চলাচল উড্ডয়ন ও অবতরণে বেশ বিলম্বিত হয়েছে । গত কয়েক দিনের টানা শীতের কারনে ১৫ দিন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ ঘোষনা করছে । এ কনকনে শীতের কারনে লোকজন বিভিন্ন ঠান্ডা জনিত রোগে ভোগছে । এভাবে আরো এক সপ্তহ অতিবাহিত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে । 

নতুন ভাবে ফ্লাইট সিডিউল নেওয়ার জন্য ইন্ধিরা গান্ধী এয়ার পোর্টে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হযেছে । 

সোমবারে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের এই সময়ের জন্য স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

ভারতে যখন তাপমাত্র ৪’ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে তখন সরকারী ভাবে শৈত্য প্রবাহ চলছে বলে সতর্কতা জারি করা হয় । 



Comment / Reply From