দিল্লি হরিয়ানা প্রদেশের সন্জয় চক নামক স্থানে ফ্লাই ওভার থেকে বিদ্যূতের লাইন ছিড়ে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজধানী দিল্লির হরিয়ানা প্রদেশের সন্জয় চক নামক স্থানে ফ্লাই ওভার থেকে বিদ্যূত ও অন্যান্য তার ছিড়ে ৪৮ ডিগ্রি গরমে রাস্তায় দাড়ানো মোটর সাইকেল আরোহী সহ ৩ জন সাথে সাথে মারা যায় ও বেশ কিছু মানুষ আহত হন পরে বিভিন্ন মিডিয়া ও পুলিশ এসে আহতদের কে হাসপাতালে ভর্তি করান শেষ খবর পাওয়া পর্যন্ত আর কারো মিত্যু হয়নি ।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!