Dark Mode
Thursday, 25 April 2024
Logo
কুরআন অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায়

কুরআন অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায়

এবি সিদ্দিক : আমার নাম,যশ,খ্যাতি কোনো কিছুই আমার সাথে আমার কবরে যাবেনা । আমি নিতান্তই একা,কেহই আমার সাথি নয় । আর এটা চিরন্তন সত্য ,এই সত্যকে যে যত জলদি মেনে নিবে সে ততোই দ্রুত সফলকাম হবে।

কেননা এই পৃথিবিটা একটি অস্থায়ী মুসাফিরখানা । একটি মুসাফিরখানা যেমন অস্থায়ী তেমন এই দুনিয়াটাও অস্থায়ী । বর্তমানে প্রায় লোকই ভুলের মধ্যে আছে । সকল মানুষ এই অস্থায়ী দুনিয়ার পিছনে অন্ধের পিছনে ছুটছে । এই সব লোকের ভুল ভাঙ্গানোর দায়িত্ব হক্কানী আলেম সমাজের । আলেমগণ কুরআন ও হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা দিয়ে অন্ধকারে নিমজ্জিত থাকা বিপদগামী মানুষদের আলোর পথ দেখাবে।

আফসোসের বিষয় হলো হক কথা বলার মতো আলেম বর্তমানে খুজে পাওয়া ভার ।কুরআন ও হাদিসের আলোকে হক কথা বলা আলেমের সংখ্যা খুবই কম। কুরআন হলো মুসলমানের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এই কুরআনের সঠিক ব্যাখ্যা বুঝে,কুরআনের নির্দেশনা মোতাবেক জীবনকে পরিচালনা করলে একজন মানুষ ইহকালীন ও পরকালীন মুক্তি লাভ ও সফলকাম অর্জন করতে পারবে।Comment / Reply From