হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক : হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত হয়েছেন। গতকাল ১৯ মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান নিহত হন।
বার্তা সংস্থা রয়টার্স ও ইরানের সংবাদমাধ্যম মেহের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন যে, প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে সকল সফর সঙ্গী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিধ্বস্ত হওয়ার ভিডিও ফুটেজ দেখানো হলেও দূর্ঘটনার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!