Dark Mode
Saturday, 27 July 2024
Logo
বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪

বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪

বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক মিয়ানমারের
নাগরিকসহ (রোহিঙ্গা) চার জনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৮ মে) ভোরে ওই সীমান্তের একটি মাঠ থেকে
তাদের আটক করা হয়।
আটক চার জন হলো- ঢাকার খিলগাঁও এলাকার ধুপিচাঁদ মণ্ডলের ছেলে কেষ্টধর মণ্ডল (৫০), মুন্সীগঞ্জ জেলা
সদরের সন্দুয়া গ্রামের শ্রী সুধীর চন্দ্রের স্ত্রী আশা রানী বাছার (৪০), নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী
গ্রামের খোকা শেখের মেয়ে শিউলী খাতুন (৩৫) এবং মিয়ানমারের নাগরিক, মো. হোসেন (২৫)।
যশোর ৪৯ বিজিবির ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ জানান, আটক বাংলাদেশি নাগরিকদের
জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের তিন জন চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিল এবং অপর জন মিয়ানমারের নাগরিক
ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ
করা হয়েছে।
প্রেরক: মহসিন মিলন । বেনাপোল প্রতিনিধি।



Comment / Reply From

You May Also Like