Dark Mode
Monday, 29 May 2023
Logo
গো-হত্যা বন্ধ করলে ই মিটে যাবে পৃথিবীর সব সমস্যা  : গুজরাট আদালত

গো-হত্যা বন্ধ করলে ই মিটে যাবে পৃথিবীর সব সমস্যা : গুজরাট আদালত

ভারতের গুজরাটের তাপি জেলার দায়রা জজ সামির বিনোদচন্দ্র বলেন পুরা পৃথিবীর সব সমস্যা সমাধান হয়ে যেত যদি গো-হত্যা বন্ধ করা যেত, গরু পাচারের দায়ে এক ব্যক্তিকে যাবতজীবন কারাদন্ড দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন । তিনি আরো ও বলে যে দিন থেকে পৃথিবীতে গো-হত্যা বন্ধ করা হবে সেদিন থেকে পৃথিবীর সব সংকট বন্ধ হয়ে যাবে । 

শুধু তাই নয়, বাড়ির দেয়ালে গরুর গোবর ব্যবহার করা হলে পারমাণবিক তেজস্ক্রিয়তায় ক্ষতিগ্রস্ত হয় না বলেও জানান তিনি। এমনকি গো-মূত্রকে অনেক রোগের ওষুধ বলেও আখ্যা দেন বিচারক সামির।

তিনি আদালতে গীতার বিভিন্ন উধৃতি দিয়ে বলে- গো মাতাকে অসুখি রাখলে আমাদের সম্পদ ও সমৃদ্ধি বিনাশ হয়ে যাবে । এছাড়াও গো-হত্যাকে জলবায়ূ পরিবর্তনের সাথে মিলিয়ে তিনি বলেন গো-হত্যার কারনে জলবায়ু ও পরিবেশের বিরাট পরিবর্তন সাধিত হচ্ছে । যা গোটা মানব জাতীর জন্য জিবন নাশের হুমকি হয়ে গেছে শুধু গরু হত্যা বন্ধ করলে সব কিছু টিক হয়ে যাবে । যদিও এসব কথা ও দাবির কোন বৈজ্ঞানিক প্রমান নাই ।  

জরুরী বার্তা ::: বাংলাদেশের সংবিধান ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম রাষ্ট্রবিরোধী ও উষ্কানীমূলক কোন সংবাদ পাঠাবেন না । সত্যের সাথে থাকুন সব সময় । ধন্যবাদ


Comment / Reply From

জরুরী বার্তা ::: বাংলাদেশের সংবিধান ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম রাষ্ট্রবিরোধী ও উষ্কানীমূলক কোন সংবাদ পাঠাবেন না । সত্যের সাথে থাকুন সব সময় । ধন্যবাদ