Dark Mode
Saturday, 27 July 2024
Logo
আজ থেকে হজ্ব সংক্রান্ত নতুন আইন জারি, অমান্য করলে জরিমানা ১৫ লাখ

আজ থেকে হজ্ব সংক্রান্ত নতুন আইন জারি, অমান্য করলে জরিমানা ১৫ লাখ

এবি সিদ্দিক, নির্বাহী সম্পাদক, জরুরী বার্তা : আজ ২ জুন থেকে আগামী ২০ জুন পর্যন্ত হজ্ব সংক্রান্ত নতুন আইন জারি করেছে সৌদি আরব। অমান্য করলে জরিমানা ১৫ লাখ টাকা। সৌদি গণমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে যে' আজ ২ জুন থেকে আগামী ২০ জুন পর্যন্ত অনুমতি ছাড়া কেহই হজ্জ করতে পারবেনা।


মক্কা শহর, হজের কেন্দ্রীয় এলাকা, পবিত্র স্থান, হারামাইন ট্রেন স্টেশন, নিরাপত্তা চেকপয়েন্ট, স্ক্রিনিং সেন্টার ও অস্থায়ী নিরাপত্তা চেকপয়েন্ট এলাকায় অনুমতি ব্যতিত কেহই যেতে পারবে না।

এ আইন সৌদি নাগরিকসহ দেশটিতে অবস্থানরত সকল দেশের নাগরিকের জন্য। হজ্জ মৌসুমের উক্ত সময়ে এসব এলাকায় অনুমতি ছাড়া হজ্জ করতে যাওয়া কাউকে পাওয়া গেলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা আদায় করে সৌদি থেকে বের করে দেওয়া হবে।


অনুমতি ছাড়া হাজ্জিদের পরিবহনেও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এ আইন অমান্য করলে ১৫ লাখ বাংলা টাকা জরিমানা করার কথা বলা হয়েছে। হজ্জের অনুমতি ছাড়া যেকোনো ভিসার লোকজন কেহই হজ্জের উক্ত সীমানায় অবস্থান করতে পারবেনা।



Comment / Reply From