Dark Mode
Sunday, 19 May 2024
Logo
পানির নিচে চট্টগ্রাম ও বান্দরবান : পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন

পানির নিচে চট্টগ্রাম ও বান্দরবান : পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম ও বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বেড়েছে। পানি ঢুকে গেছে নগর জনপদে। তারমধ্য চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।

আজ ৮ আগস্ট ( মঙ্গলবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, চট্টগ্রাম ও বান্দরবানে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উক্ত দুই জেলায় বন্যা ও ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনি মোতায়েন করা হয়েছে।

অতিবৃষ্টির জন্য শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জনগণের চলাচলে সমস্যা তৈরি হয়েছে। বান্দরবান ও কক্সবাজারে অতিবৃষ্টির কারণে পাহাড়ধসে ইতিমধ্যে আলাদা আলাদা স্থানে ৭ জন নিহত হয়েছে।
এদিকে চট্টগ্রামের শহরের মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে জলাবদ্ধতার জন্য।



Comment / Reply From