Dark Mode
Monday, 29 April 2024
Logo
বায়ুদূষণ তালিকায় ১১০ শহরের মধ্যে আজ ঢাকা প্রথম

বায়ুদূষণ তালিকায় ১১০ শহরের মধ্যে আজ ঢাকা প্রথম

নিজস্ব প্রতিবেদক : ২৬ ডিসেম্বর সকাল ৮ টা ২২ মিনিটের দিকে বায়ুর মান নিরীক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স ( আইকওউএয়ার) এর তথ্য অনুযায়ী জানা যায় যে, আজকে ঢাকার সকালের বায়ুর মানের স্কোর ২৯৮ নিয়ে বায়ুদূষণ তালিকায় ১১০ শহরের মধ্যে আজ ঢাকা প্রথম । যা বাতাসের মানের খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। আজ সকালের বায়ু দূষণ তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় ২১৪ স্কোর নিয়ে ।

স্কোর শূন্য -৫০ এর মধ্যে থাকলে তা ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি। ১০১-১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১-৩০০ হলে মারাত্মক অস্বাস্থ্যকর। ৩০১ এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।



Comment / Reply From