Dark Mode
Saturday, 27 July 2024
Logo
ঢাকার চায়ের দোকানের পানিতে মলের জীবাণু

ঢাকার চায়ের দোকানের পানিতে মলের জীবাণু

জরুরী বার্তা ডেস্ক : ঢাকার চায়ের দোকানের পানিতে মলের জীবাণু পাওয়া গেছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায় দেখা গিয়েছে ফুটপাতের চায়ের দোকানের পানিতে ৯৪ শতাংশ মলের জীবাণু। ৪৪ শতাংশ পানিতে অন্যান্য ব্যাকটোরিয়া ও ২৯.৪ শতাংশ পানিতে ভারী ধাতুর উপস্থিতি বেশি মাত্রায় রয়েছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন থেকে মোট ৯৬ নমুনা সংগ্রহ করে ফুটপাতের খাবার ও চায়ের দোকান থেকে। উক্ত সংগৃহীত নমুনা থেকে গবেষণা করে জনস্বাস্থ্য ইনস্টিটিউট ৯৪ শতাংশ মলের জীবাণু সনাক্ত করে।



Comment / Reply From

You May Also Like