Dark Mode
Sunday, 28 April 2024
Logo
বায়ুদূষণ তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয় : ৪৩২ স্কোর নিয়ে আজ শীর্ষে নয়া দিল্লি

বায়ুদূষণ তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয় : ৪৩২ স্কোর নিয়ে আজ শীর্ষে নয়া দিল্লি

নিজস্ব প্রতিবেদক : ২৪ ডিসেম্বর সকাল ১০ টার দিকে বায়ুর মান নিরীক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স ( আইকওউএয়ার) এর তথ্য অনুযায়ী জানা যায় যে, আজকে ঢাকার সকালের বায়ুর মানের স্কোর ২৪৯ নিয়ে দূষণ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। যা বাতাসের মানের খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শীর্ষ স্থানে রয়েছে ভারতের নয়া দিল্লি শহর ৪৩২ স্কোর নিয়ে। আজ সকালের বায়ু দূষণ তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ২৩৩ স্কোর নিয়ে ।

স্কোর শূন্য -৫০ এর মধ্যে থাকলে তা ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি। ১০১-১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১-৩০০ হলে মারাত্মক অস্বাস্থ্যকর। ৩০১ এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

 



Comment / Reply From

You May Also Like