Dark Mode
Wednesday, 06 December 2023
Logo
ডায়েট ও দুশ্চিন্তা : অসুস্থ হয়ে হাসপাতালে তানজিন তিশা

ডায়েট ও দুশ্চিন্তা : অসুস্থ হয়ে হাসপাতালে তানজিন তিশা

জরুরী বার্তা ডেস্ক : বেশ কিছুদিন যাবত অসুস্থতা বোধ ও ১০৩ ডিগ্রি জরের পর যখন শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিলো তখন গতকাল হাসপাতালে যান ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী তানজিন তিশা।

তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেডে থাকা ছবি শেয়ার করে অসুস্থতার কথা যানান।
রক্ত পরীক্ষা করে কোনো লক্ষণ ধরতে পারেননি ডাক্তার। তখন তিনি নিজেই স্বীকার করেন বেশকিছু দিন যাবত ডায়েট করেন ও দুশ্চিন্তা করেন।

দুশ্চিন্তা ও ডায়েট থেকেই মূলত শারিরীক দুর্বলতা ও অসুস্থতা হতে পারে বলে জানিয়েছেন ডাক্তার। তাই বেশিকরে খাবারের পরামর্শ দিয়েছেন ডাক্তার।



Comment / Reply From