Dark Mode
Sunday, 19 May 2024
Logo
জাতিসংঘের ৭৮ তম অধিবেশনে অংশগ্রহণ করতে সকালে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৭৮ তম অধিবেশনে অংশগ্রহণ করতে সকালে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ১৭ সেপ্টেম্বর সকাল সোয়া দশটায় জাতিসংঘের ৭৮ তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ৪ ঘন্টা যাত্রা বিরতি নিয়ে নিউইয়র্কে আজ রাত ১০ টা ৫৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।

জাতিসংঘের ৭৮ তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চপর্যায়ের সাধারণ আলোচনায় অংশগ্রহণ করবেন। ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। রাতে জো বাইডেনের ডিনারে যোগ দিবেন। জাতিসংঘের আরো কয়েকটি অনুষ্ঠানে টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী।

সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ৪ অক্টোবর দুপুরে ঢাকায় পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



Comment / Reply From

You May Also Like