Dark Mode
Saturday, 27 July 2024
Logo
ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় বিএসএফের গুলিতে চোরাকারবারি আহত

ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় বিএসএফের গুলিতে চোরাকারবারি আহত

বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে  ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় ভারতীয় বিএসএফ এর
ছোড়া গুলিতে আমজেদ আলী (৩৫) নামে ব্যাক্তি আহত হয়েছেন। রোববার (১৩ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 
আহত আমজেদ আলী (৩৫) পুটখালীর কৃষ্ণপুর গ্রামের মৃত সুকচাদ আলীর ছেলে।
বিজিবি জানায়, রোববার রাত ৮টার দিকে পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে গরু চোরাই পথে নিয়ে আসার সময়
ভারতীয় সীমন্ত রক্ষী বিএসএফ এর সদস্যরা গুলি ছোড়ে। এতে আমজেদ আলীর বাম পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময়
অবস্থায় তিনি পালিয়ে বাড়িতে গেলে বাড়ির লোকজন তাকে রাত ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি
করে। আহত আমজেদ আলী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
তবে এ বিষয়ে হাসপাতালে ভর্তি আমজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।
অন্যদিকে তার ভাই আমের আলী জানান, আমার ভাই গতকাল সন্ধ্যা নাগাদ পুটখালী চরের মাঠে যায়‌ এবং সেখানে
বিএসএফের কাছে গুলিবিদ্ধ হয়।
খুলনা ২১ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আলম জানান, ঘটনাটি শুনেছি তবে কোথায় আমি এখনো
জানিনা। আমিও তন্ন তন্ন করে জায়গাটা খুঁজেছি করেছি কিন্তু আমারদের চোখে এখনো কোনো কিছু পড়ে নাই।
এবং গতকাল রাত থেকে কোন ফায়ারিং এর কোন শব্দ বিজিবি সদস্যরা শোনেননি।



Comment / Reply From