
চাঙ্গা রাখবে ১০ হাজার কোটি টাকার তহবিল রপ্তানীখাতকে
রপ্তানীখাতকে চাঙ্গা রাখতে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার একটি রপ্তানী সহায়ক তহবিল গঠন করেন । রপ্তানী কারকেরা খুব সহজে এ তহবিল থেকে অর্থ সংগ্রহ করতে পারবে সর্বোচ্ছ ৪% সুদে এ অর্থ নিতে পারবে ।
বাংলাদেশ ব্যাংক এ রপ্তানী সহায়ক তহবিলের প্রজ্ঝাপন জারি করে বলেন, দেশে রপ্তানী কারকেরা হলো অর্থনৈতিক চালিকা শক্তি তাই জন্য রপ্তানী কার্যক্রম সহজ করার জন্য সরকার আরো প্রয়োজনে টাকার ব্যবস্থা করবেন বলে রপ্তানী কারকদের কে আশ্ব্স্তা করেন ।
এছাড়া করোনা-পরবর্তী অর্থনৈতিক অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম বেগবান করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও নীট পোষাক শিল্প ব্যবসায়ীদের সংঘঠন বিকেএমই এর নির্বাহী পরিচালক বলে এই সহায়ক তহবিল রপ্তানী কারকদের জন্য খুবই সহজ এক দ্বার চালু হলো ব্যবসায়ীরা খুব সহজে রপ্তানী কার্যক্রম পরিচালনা করতে পারবে ।
Comment / Reply From
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!