Dark Mode
Sunday, 13 October 2024
Logo
ডলারে অর্থায়ন সুযোগ পাবে দেশের ১৮ বেসরকারি ব্যাংক

ডলারে অর্থায়ন সুযোগ পাবে দেশের ১৮ বেসরকারি ব্যাংক

জরুরী বার্তা ডেস্ক : ডলারে অর্থায়ন সুযোগ পাবে দেশের ১৮ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ও বিশ্বব্যাংক এর সমন্বিত প্রচেষ্টায় ডলারে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা পেতে যাচ্ছে উক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। এটা মূলত 'বাংলাদেশ ব্যাংক লং-টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটিজ' থেকে এ সুবিধা পেতে যাচ্ছে। উক্ত ব্যাংগুলো থেকে সর্বোচ্চ ৮ শতাংশ হারে ঋণ পাবে রপ্তানি পণ্য উৎপাদনমুখী উদ্যোক্তাগণ।

ব্যাংকগুলো হলো, সিটি ব্যাংক,মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,ব্যাংক এশিয়া, যমুনা, ইউনাইটেড কমার্শিয়াল, ট্রাস্ট, সাউথইস্ট, দি প্রিমিয়ার,এনসিসি,মিডল্যান্ড,পূবালী, এক্সিম, শাহজালাল ইসলামি, প্রাইম,স্টান্ডার্ড, ঢাকা, ইস্টার্ন ও ব্রাক ব্যাংক লিমিটেড



Comment / Reply From