Dark Mode
Wednesday, 01 May 2024
Logo
এখন ফোন নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপ ওয়েবে লগইন করা যাবে

এখন ফোন নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপ ওয়েবে লগইন করা যাবে

জরুরী বার্তা ডেস্ক রিপোর্ট : এখন ফোন নম্বর ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করা যাবে। অর্থাৎ মোবাইল নম্বর টাইপ করলেই হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে যাবে।

এর আগে শুধু মোবাইল ডিভাইস ব্যবহার করে ওয়েবে লগইন করতে হতো। এবার কিউআর কোড স্ক্যন করার দরকার হবেনা। ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপের ওয়েবে লগইন করা যাবে সহজে।

মূলত তথ্য সুরক্ষিত রাখতে নতুন এই চিন্তা করে চলেছে মেটার অ্যাপ। আরো কয়েকটি ফিচার যুক্ত হয়েছে এই অ্যাপে। এখন নিজেদের ওয়েব ভার্সন নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

ফোন নম্বরের মাধ্যমে লগইন করার নিয়ম:

হোয়াটসঅ্যাপ ওয়েবের অফিসিয়াল পেজে গিয়ে কিউআর কোডের নিচে ফোন নম্বর লেখার জায়গা থাকবে। লিংক উইথ ফোন নম্বর অপশনে গিয়ে নিজের হোয়াটসঅ্যাপ নম্বরটি লিখতে হবে। এরপর নিজের স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ ওপেন করে মেনু থেকে Linked Device অপশনে ক্লিক করে সেখানে লিংক উইথ ফোন নম্বরে গিয়ে আপনার ব্রাউজার স্ক্রিনে ফুটে ওঠা ৮ নম্বরের কোডটি এন্টা করুন। এভাবে ব্যবহার করা যাবে ওয়েব ভার্সন।



Comment / Reply From