Dark Mode
Thursday, 09 May 2024
Logo
২৮ অক্টোবর ঢাকায় স্মরণকালের মহাসমাবেশ করতে চায় বিএনপি

২৮ অক্টোবর ঢাকায় স্মরণকালের মহাসমাবেশ করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক : ২৮ অক্টোবর স্মরণকালের মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। স্থায়ীকমিটির সদস্যদের নেতৃত্বে সারাদেশের সংগঠকদের সাথে সমন্বয় করার দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। ২৮ অক্টোবরের আগেই নেতাকর্মীদের ঢাকায় আসার প্রস্তুতি রয়েছে। সমাবেশ সফল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগাযোগ চালিয়ে যাচ্ছেন দলীয় নেতৃবৃন্দের সাথে।
গত বুধবার (১৮ অক্টোবর) বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুতন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তিনি। এরপর থেকে সরকার পতনের আন্দোলন লাগাতার করার ঘোষণা দিয়েছেন তিনি। ২০-২৪ অক্টোবর পূজা থাকায় পূজার পরে আবার চূড়ান্ত ও ধারাবাহিক আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর থেকে সরকার পতন হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



Comment / Reply From