Dark Mode
Saturday, 27 July 2024
Logo
১ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ জুতার ভিতরে, গ্রেফতার ২ জন

১ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ জুতার ভিতরে, গ্রেফতার ২ জন

চট্রগাম থেকে মাইক্রো বাসে করে তারা ২ জন সীতাকুন্ড আসে তার পর তারা ঢাকার উদ্দেশ্য যাওয়ার পরিকল্পনা করছিল টিক তেমন সময় সীতাকুন্ড থানার পুলিশ তাদের কে ধরে ফেলে, এখন পর্যন্ত ২ জন গ্রেফতার হয়েছে তা নিশ্চিত করেছেন সীতাকুন্ড থানার ওসি । 

চট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার অন্তরগত শহরে চট্রগ্রাম থেকে আসা ২ কেজি ৩৩২ গ্রাম স্বর্ন জব্দ করেছেন সীতাকুন্ড থানার পুলিশ, পুলিশ জানিয়েছেন ২ কেজি ৩৩২ গ্রাম স্বর্নের দাম বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার ও বেশী । 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আনোয়ারার চাতরী ইউনিয়নের বাসু পাল ওরফে সুমন (৩৫) ও বাঁশখালীর কালীপুর ইউনিয়নের রতন পাল (৬০)

সীতাকুন্ড থানার দায়িত্বরত ওসি তোফাজ্জল হোসেন জানান- চট্রগ্রাম থেকে আসা ২ জন লোক সকাল ৯টায় সীতাকুন্ড এসে মাইক্রোবাস থেকে নামেন পরে তারা আবার বাসে করে ঢাকার উদ্দেশ্য যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে তখন দায়িত্ব রত পুলিশ তাদের কে তল্লাশি চালায় তখন তাদের জুতার তলা থেকে পাওয়া যায় ২ কেজি ৩৩২ গ্রাম স্বর্ণ অলংকার, যা বর্তমান বাজার দর প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা বলে ওসি ধারনা করেছেন । 

গ্রেফতারকৃত ২ জনকে আপাতত থানায় রাখা হয়েছে তাদের বিরোদ্ধে মামলা প্রকৃয়াধীন মামলা পরবর্তী তাদের কে জেলে পাঠাতে পারে । 



Comment / Reply From