শার্শায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ সদস্যরা।
রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শার্শার একঝালা গ্রামের মো. আব্দুল করিমের ছেলে ইস্রাফিল হোসাইন (৩৫) ও একই উপজেলার শ্রীকোনা গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে সুমন হোসেন (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের তারা জানতে পারেন, দুই মাদককারবারি মাদকের একটি চালান নিয়ে নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রেরক: মহসিন মিলন। বেনাপোল প্রতিনিধি।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!