Dark Mode
Sunday, 19 May 2024
Logo
বাড়লো ব্রিকস সদস্য সংখ্যা : নতুন ৬ দেশসহ মোট সদস্য রাষ্ট্র ১১

বাড়লো ব্রিকস সদস্য সংখ্যা : নতুন ৬ দেশসহ মোট সদস্য রাষ্ট্র ১১

জরুরী বার্তা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে চলছে ব্রিকস শীর্ষ সন্মেলন। ব্রিকস সন্মেলনের আজ শেষদিন। ব্রিকস এর সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেন ব্রিকস নেতৃবৃন্দ। এরি প্রেক্ষাপটে আবেদনকৃত রাষ্ট্রগুলো থেকে ৬ টি রাষ্ট্রকে ব্রিকস এর সদস্য করা হয়েছে। কার্যকর হবে আগামী জানুয়ারি থেকে।

ব্রিকস জোটের বর্তমান সদস্য সংখ্যা ৫ টি হলো- রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

নতুন সদস্য ৬ টি হলো - সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর,ইথিওপিয়া, ইরান ও
আর্জেন্টিনা।


এক মেরুকরণ ব্যবস্থা ভেঙে বহু মেরুকরণ ব্যবস্থা চালু করতে ব্রিকস নেতৃবৃন্দ বদ্ধপরিকর। নতুন বিশ্বব্যবস্থা গড়ে তুলতে চায় তারা ব্রিকস সম্প্রসারণের মাধ্যমে।
ব্রিকস সন্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বাংলাদেশ ব্রিকস সদস্য হয়নি। বাংলাদেশসহ এবার ৪১ টি রাষ্ট্র ব্রিকস সন্মেলনে যোগ দেয়। জোটের নতুন সদস্য হতে যাওয়া সদস্য রাষ্ট্রগুলোকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন।



Comment / Reply From