
পৌন ৩ ঘন্টা মিছিল করলো বিএনপি তত্বাবধায়ক সরকারের দাবিতে
তত্বাবধায়ক সরকারে তত্বাবধায়নে নির্বাচন সহ ১০ দফাদাবীতে একটি বিশাল মিছিল বের করে বিএনপি, এ মিছিল শেষ হতে প্রায় ৩ ঘন্টার বেশী সময় লেগেছে ।
দলীয় কার্যলয় থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিন করে মগবাজার গিয়ে শেষ হয় ।
বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা ছোট ছোট দল করে সকাল ১০ টা থেকে দলীয় কার্যলয়ে আসা শুরু করে । জমজমাট পরিবেশে তারা তাদের দাবীর বিভিন্ন কথা তুলে ধরেন ।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঘোষণা করেন পরবর্তী কর্মসূচি। জানান, ১০ দফা দাবি আদায়ে আগামী ১১ জানুয়ারি সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
সেই সমাবেশে তিনি বলেন, ‘আমি বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি করছি। আমরা আশা করছি এই দেশের জনগণ গণঅভ্যুত্থান সৃষ্টি করে এই সরকারকে বিদায় জানাবে।’
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!