Dark Mode
Sunday, 03 March 2024
Logo
পা ছুঁয়ে সালম একরামুল কাদের : অতীত ভুলে বুকে টেনে নিলেন ওবায়দুল কাদের

পা ছুঁয়ে সালম একরামুল কাদের : অতীত ভুলে বুকে টেনে নিলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী-৪ আসনের মনোনয়ন পাওয়া একরামুল কাদের চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পা ছুঁয়ে সালাম করলে তাদের মধ্যে তিক্ত অতীত ভুলে ওবায়দুল কাদের তাকে বুকে টেনে নিলেন। একরামুল কাদেরকে বুকে টেনে নেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। গতকাল দুপুরে ধানমন্ডিতে ঘটে এমন ঘটনা। একরামুল কাদের চৌধুরী জানান, ওবায়দুল কাদের তাদের গর্ব ও নোয়াখালীর রত্ন। অতীত ভুলে তিনি দেখা করে পা ছুঁয়ে সালাম করলে তিনি তাকে বুকে টেনে নেন।Comment / Reply From

You May Also Like