Dark Mode
Friday, 17 May 2024
Logo
পরবর্তী জি-২০ প্রেসিডেন্সির দায়িত্বে ব্রাজিল : সন্মেলন শেষে প্রেসিডেন্সি হস্তান্তর করলেন নরেন্দ্র মোদি

পরবর্তী জি-২০ প্রেসিডেন্সির দায়িত্বে ব্রাজিল : সন্মেলন শেষে প্রেসিডেন্সি হস্তান্তর করলেন নরেন্দ্র মোদি


নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের জি-২০ শীর্ষ সন্মেলনের প্রেসিডেন্সির দায়িত্ব পালন করবে ব্রাজিল। আজ ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সন্মেলন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার কাছে আগামী জি-২০ শীর্ষ সন্মেলনের সভাপতিত্ব দিয়ে সন্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।


ভারত যদিও সভাপতিত্বের প্রতিক হাতুড়ি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার নিকট দিয়ে হস্তান্তর করেছে তথাপি জি-২০ শীর্ষ সন্মেলন ২০২৩ এর সভাপতির ময়াদ নভেম্বরেও ভারতের কাছে থাকে তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী নভেম্বর জি-২০ অন্তর্ভুক্ত বিশ্ব নেতাদের একটি ভার্চুয়াল বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

ব্রাজিলের পর ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকা এবং ২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র জি-২০ শীর্ষ সন্মেলনের সভাপতিত্বে দায়িত্ব পালন করবে।



Comment / Reply From