Dark Mode
Thursday, 25 April 2024
Logo
নোয়াখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৮ দোকান

নোয়াখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৮ দোকান

মোঃ রিয়াজুল সোহাগ,জেলা প্রতিনিধি
নোয়াখালীঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি দোকান।

বুধবার (২০ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ওই বাজারের একটি ফল দোকান, একটি হোটেল, একটি বিকাশ দোকানসহ ৮টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৮টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয় যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে । তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ৬-৭লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।Comment / Reply From