নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৬৪
মোঃ রিয়াজুল সোহাগ,জেলা প্রতিনিধি
নোয়াখালীঃ
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৬৪জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে, একাধিক উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সুধারাম মডেল থানায় জিআর পরোয়ানাভুক্ত ২জন, জিআর গ্রেপ্তারে পরোয়ানামূলে ১জন ও নিয়মিত মামলায় ৪জনসহ মোট ৭জন।
সেনবাগ থানায় সিআর পরোয়ানামুলে ৩জন, সাজা জিআর পরোয়ানামুলে ১জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জনসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়।
সোনাইমুড়ী থানায় রিকলমুলে ৩টি জিআর পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানাসহ ৪টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। হাতিয়া থানা নিয়মিত মামলায় ১জন, সিআর পরোয়ানা মূলে ১জন এবং জিআর পরোয়ানা মূলে ১জন সহ ৩ জন আসামী গ্রেফতার হয়।
চাটখিল থানা সিআর পরোয়ানামুলে ১জন, কবিরহাট থানা রিকলমুলে জিআর ১জনসহ মোট জেলায় ৬৪জন।
এসপি আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!