Dark Mode
Saturday, 27 July 2024
Logo
দ্রুত গতিতে গলছে গ্রীনল্যান্ডের হিমবাহ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা

দ্রুত গতিতে গলছে গ্রীনল্যান্ডের হিমবাহ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা

এবি সিদ্দিক : কপোনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাননিদের গতকাল শুক্রবারের দেওয়া তথ্য অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্রীনল্যান্ডের হিমবাহ ৫ গুণ গতিতে গলছে গত ২০ বছরের তুলনায়। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়ছে। খবর রয়টার্স। বিশ্ববিদ্যালয়টির ভূবিজ্ঞান ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক অ্যান্ডার্স অ্যাঙ্কার বলেন,এক হাজার হিমবাহ সমীক্ষায় দেখা যায়, গত বিশ বছর বরফ গলনের হার একটা নতুন পর্যায়ে চলে এসেছে। বছরে ২৫ মিটার বরফ গলছে। এমন ভাবে তাপমাত্রা বৃদ্ধির জন্য হিমবাহ গলতে থাকলে সাগরের পানি ২০ ফুট বেড়ে যাবে।



Comment / Reply From