Dark Mode
Saturday, 27 July 2024
Logo
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদন ১৮ ডিসেম্বর, পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদন ১৮ ডিসেম্বর, পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি

এবি সিদ্দিক : ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন শুরু চলতি মাসের ১৮ তারিখ থেকে। আজ ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ভর্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত ভর্তি কমিটির বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি সংক্রান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগের নিয়মেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটি। কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট ও চারুকলা ইউনিট এই চার ইউনিটে স্নাতকে ভর্তি নেওয়া হয়। চারুকলা ইউনিট ব্যতিত ভর্তি পরীক্ষাগোলো ঢাকাসহ দেশের ৮ বিভাগে নেওয়া হবে। ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এরমধ্যে ১০০ নম্বরের পরীক্ষা বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে।



Comment / Reply From