Dark Mode
Sunday, 08 September 2024
Logo
কামরাঙ্গীরচরে প্রথমবারের মতো মহিলা কলেজের যাত্রা শুরু

কামরাঙ্গীরচরে প্রথমবারের মতো মহিলা কলেজের যাত্রা শুরু

প্রধান বার্তা সম্পাদক : গতকাল ২৭ জানুয়ারি দুপুরের শুভ উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করতে যাচ্ছে কামরাঙ্গীরচরের প্রথম মহিলা কলেজে। 'মনোয়ারা বেগম মহিলা কলেজ' নামে যাত্রা শুরু করতে যাওয়া কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. রবিউল্লাহ চৌধুরী এবং ভাইস প্রিন্সিপাল মো. মারোক আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ সাইদুল ইসলাম মাদবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হাজী মোহাম্মদ নাজমুল হাসান মিলন মাদবর, আহমদ বাওয়ানি স্কুল এন্ড কলেজর প্রিন্সিপাল মোশাররফ হোসেন মুন্সি মুকুল এবং ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোরশেদ। আরো উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। নারী শিক্ষার পাশাপাশি অত্র কলেজে নারীদের কর্মমুখী করে গড়ার লক্ষ্যে সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।



Comment / Reply From