Dark Mode
Thursday, 02 May 2024
Logo
কর্মের মাধ্যমে মানুষ মরেও বেচেঁ থাকে দীর্ঘদিন

কর্মের মাধ্যমে মানুষ মরেও বেচেঁ থাকে দীর্ঘদিন

এবি সিদ্দিক : মানুষ মরে যায়,পচেঁ যায়,কিছুদিনের মধ্যেই ভুলে যায় তাকে সবাই । কিন্তু মানুষ তার কর্মের মাধ্যমে দীর্ঘদিন বাচেঁ, প্রত্যেক ব্যক্তিকে মানুষ মনে রাখে তার কর্মে। কর্মঠ মানুষ কখনো পিছিয়ে থাকেনা। যে কাজকে ভালোবাসে ও নিয়মিত কাজ করে সে নিশ্চয় আজ নাহয় কাল সফলতার মুখ দেখতে পাবে। সফলতার জন্য শুধুই কাজ করলে হবেনা, তারসাথে উপস্থিত থাকতে হবে র্ধৈয,সততা ও বিরামহীন চেষ্টা। কারণ এই তিনটি ছাড়া কোনোভাবেই সফলতা অর্জন করা যায়না,তাই স্থায়ী সফলতার জন্য প্রয়োজন বারবার চেষ্টা,র্ধৈয ও সততা।আর সফল মানুষ মরেও দীর্ঘদিন বেচেঁ থাকে মানব মনে।



Comment / Reply From