Dark Mode
Sunday, 13 October 2024
Logo
কর্মমূখী শিক্ষার অভাবে দিনদিন বাড়ছে শিক্ষিত বেকারত্মের সংখ্যা

কর্মমূখী শিক্ষার অভাবে দিনদিন বাড়ছে শিক্ষিত বেকারত্মের সংখ্যা

এবি সিদ্দিক : কর্মমূখী শিক্ষার অভাবে দিনদিন দেশের বেকারত্ম বেড়েই চলেছে।যুগোপযোগী ও বাস্তবনির্ভর শিক্ষার অভাবে আজ দেশে শিক্ষিত বেকারত্মের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বাস্তবমূখী ও কর্মমূখী করতে হবে। যে শিক্ষা কেবল একখানা সার্টিফিকেট ছাড়া কিছুই দিতে পারেনা সে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ঢেলে সাজানোর সময়ের দাবি। একজন শিক্ষার্থী বিশ বছর পড়াশোনার পরে ছাব্বিশ বছর বয়সে কয়টি সার্টিফিকেট পায়।এছাড়া তার আর কোনো দক্ষতা বা অভিজ্ঞতা থাকেনা। সরকারি চাকরি ছাড়া প্রায় সব কম্পানিগুলোই দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি নিয়োগ দিতে চায়। তাই সময়ের সাথেসাথে চলমান শিক্ষা ব্যবস্থাকে বাস্তব ও কর্মমূখী করার বিকল্প নেই। সাথেসাথে কারিগরী শিকার উপর জোর দিয়ে এ শিকার প্রতি মানুষের মনোভাব তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অতীত জরুরী।



Comment / Reply From