Dark Mode
Sunday, 05 May 2024
Logo
কর্মব্যস্ত মানুষের যানবাহনের জন্য দীর্ঘ লাইন

কর্মব্যস্ত মানুষের যানবাহনের জন্য দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক : আজ ২৪ আগস্ট সকাল দশটায় পুরান ঢাকার লালবাগে কর্মব্যস্ত মানুষের কর্মস্থলে যাওয়ার এমন চিত্র দেখা যায়। প্রতিদিন এ এলাকা থেকে হাজার হাজার মানুষ গুলিস্তান, মতিঝিল, পল্টন ও মালিবাগসহ বিভিন্ন এলাকায় গিয়ে কর্মস্থলে যোগ দেয়। ছবিতে লালবাগ কেল্লা'র মোড় থেকে গুলিস্তান যাওয়ার জন্য লেগুনার যাত্রীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। এমন ঘটনা নিত্যদিনের।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা'র দেয়াল ঘেঁষে লালবাগ কেল্লার মোড় স্থানের নামধারণ করেছে। কেল্লারমোড় অটোষ্ট্যান্ড ও লেগুনাস্ট্যান্ড। এখান থেকে কোথাও যাতায়াতের একমাত্র মাধ্যমে হলো অটো, রিকশা ও লেগুনা।

সকালে একসাথে বহুসংখ্যক মানুষের কর্মস্থলে যাওয়ায় তীব্র লেগুনা সংকট দেখা যায়। সারাদিন চাপ কম থাকলেও সকালে একটু বেশিই থাকে। এভাবে প্রতিদিন গুলিস্তানগামী যাত্রীদের লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় লেগুনাার জন্য।



Comment / Reply From