Dark Mode
Tuesday, 14 May 2024
Logo
এবার লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্রের সাথে ২০ দেশের জোট

এবার লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্রের সাথে ২০ দেশের জোট

জরুরী বার্তা ডেস্ক : লোহিত ও এডেন সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র ১০ দেশের জোট গঠনের ঘোষণা দিয়েছেন । ১০ দেশের জোটের সম্মতি দিয়েছেন আগেই। জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। খবর রয়টার্স। গত ১৯ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বাহারাইম সফরকালে এক বিবৃতিতে কয়েকটি দেশগুলোর নাম উল্লেখ করেছেন। দেশগুলো হলো -যুক্তরাজ্য, বাহারাইন,ফ্রান্স, কানাডা, নরওয়ে, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সেশেলস। এরসাথে আরো দশটি দেশ যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে ইয়েমেনকে ঠেকাতে। এরমধ্যে গ্রিস ও অস্ট্রেলিয়ার নাম ঘোষণা করলেও বাকি দেশগুলোর নাম ঘোষণা করেননি মার্কিন প্রশাসন। পেন্টাগননের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার জানান, হুতি বিদ্রোহীদের দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ টি দেশ স্বাক্ষর করেছে। খবর রয়টার্স।



Comment / Reply From