একজন বীর মুক্তিযোদ্ধা ও পরহেজগার ব্যক্তির চিরবিদায় : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
চীপ রিপোর্টার , জরুরী বার্তা : গত ২ জানুয়ারি (মঙ্গলবার) রাত ৪ টা ৫৫ মিনিটে এই ক্ষণস্থায়ী জীবনের সফর শেষে পরকালীন জীবনে পদার্পণ করেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও দীর্ঘ ২৫ বছর তাবলীগ জামাতের ইউনিয়ন জিম্মাদার মো. আবুল কালাম সিকদার (৭২)।ব্রেইন স্ট্রোক জনিত কারণে তিনি রাজধানির আগরগাওঁয়ের নিউরোসাইন্স হাসপাতালের আউসিউতে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পেশায় তিনি একজন গ্রাম্য হোমিওপ্যাথিক চিকিৎসক হলেও সবাই তাকে একজন পরহেজগার ও ধর্মভীরু ব্যক্তি হিসেবে জানে। গত ৩ জানুয়ারি দুপুর ২ টায় তার নিজ গ্রামের ঈদগাহে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানপূর্বক জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!