Dark Mode
Friday, 22 September 2023
Logo
ইসলামী ফাউন্ডেশন ফটিকছড়ি থানার কর্মকর্তা হাফেজ আব্দুল মান্নান হত্যার সঠিক বিচার দাবী

ইসলামী ফাউন্ডেশন ফটিকছড়ি থানার কর্মকর্তা হাফেজ আব্দুল মান্নান হত্যার সঠিক বিচার দাবী

চট্রগ্রাম জেলার ফটিকছড়ি থানার ইসলামীক ফাউন্ডেশন কর্মকর্তা হাফেজ মোহাম্মদ আবদুল মান্নান চট্রগ্রাম শহরে নীজ স্ত্রী ও সন্তান দ্বারা খুন হয় । আব্দুল মান্নানের ছোট ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন । এ মামলাই তার ভাই খুনির কঠিন বিচার দাবি করেন । মামলার পর পুলিশ মৃত আব্দুল মান্নানের স্ত্রী পুত্র ও ড্রাইভার সহ ৫ জন কে আটক করেন । পরে বিভিন্ন তদন্ত করে পুলিশ ২ জন কে ছেড়ে দেই বাকী ৩ জন কে কোর্টে প্রেরনের জন্য থানায় রাখেন । 

স্ত্রী খাদিজা স্বামীকে খুন করার জন্য খুনের অল্প কয়েকদিন আগে বাসা বদলান কারন পুরাপুরি শহরে তাকে খুন করলে সিসি ক্যামড়ার দ্বারা তারা ধরা পড়তে পারে তাই খুব চতুরতার মাধ্যমে বাসা বদলাই তার কয়েক দিনের মধ্যে হাফেজ মান্নান কে নির্মম ভাবে বালিশ চাপা দিয়ে হত্যা করে । তার পরিবার ও ভাইয়েরা বিচারের জন্য জোর দারী জানান । 



Comment / Reply From

You May Also Like