২০১৬-১৭ মৌসুমে বিপিএল শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এবারও তাই হচ্ছে। বিপিএল শেষ হতেই নিউজিল্যান্ড গিয়ে তাদের মাটিতে সিরিজ খেলতে নেমে পড়বে বাংলাদেশ।
আগেরবারের সিরিজটা বাংলাদেশের জন্য ভুলে যাওয়ার মতো্ই ছিল। তিন ফরম্যাটের সিরিজেই কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। কিন্তু সেবারের তুলনায় বাংলাদেশ তো এখন অনেক অভিজ্ঞ। এবার গতবারের চেয়ে ভালো কিছু হবে তো? মুশফিকুর রহিম বললেন ‘অবশ্যই’।
সোমবার ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ হেরে যাওয়াতে চলতি বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে চিটাগাং ভাইকিংসের। ম্যাচ শেষে অধিনায়ক মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে এলে চিটাংয়ের হার ছাপিয়ে নিউজিল্যান্ড সিরিজ নিয়েই বেশি কথা উঠে।
আগের সিরিজের চেয়ে এবারের সিরিজ ভালো হবে কিনা এমন প্রশ্নে মুশফিক বলেন, ‘তা তো অবশ্যই। আমরা সবশেষ যখন সেখানে গিয়েছিলাম, তখন দুটি ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। এই দুটো ম্যাচে আমাদের জেতা উচিত ছিল। নেলসন আর ক্রাইস্টচার্চের ওয়ানডেতে যদি আরও একটু ভালো খেলতে পারতাম, তাহলে কী হতো কে জানে! আমার মনে হয় এ সফরটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু বড় স্কোরের ম্যাচ হতে পারে। এদিক দিয়ে এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।’
তবে দক্ষিণ এশিয়ার দল হয়ে নিউজিল্যান্ডের গিয়ে তাদের গতিময় উইকেটে ক্রিকেট খেলাটা যে কঠিন সেটাও স্বীকার করলেন মুশফিক। সাবেক অধিনায়ক বলেন, ‘নিউজিল্যান্ড সফর অনেক কঠিন। কদিন আগে ওয়ানডে সিরিজে ওদের বিপক্ষে ভারত জিতে গেছে কিন্তু নিউজিল্যান্ডও ভালো লড়াই করেছে। তারপরও আমার বিশ্বাস আছে আমাদের যে দল যাবে তারা ভালো করবে।’