‘প্রেস’ লেখা ছাত্রলীগ নেতার মোটরসাইকেল থেকে ফেনসিডিল জব্দ----
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে ‘প্রেস’ লেখা মোটরসাইকেল থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ শেখ মফিজুর রহমান মফিজ
(৩২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত ১০ টার দিকে বেনাপোল
পোর্ট থানার বুজতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক শেখ মফিজুর রহমান মফিজ বেনাপোলের গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। তিনি বেনাপোল পৌর
ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। আটক ছাত্রলীগ নেতা দীর্ঘ দিন ধরে সাংবাদিকতার সাইন বোর্ড ব্যবহার করে
মাদক ব্যবসা করে আসছিল।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন, এক মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে বিপুল পরিমাণ মাদকের
একটি চালান নিয়ে যশোরের পথে রওনা দিয়েছে। এমন খবরে যশোর ৪৯ বিজিবির অধীনে আমড়াখালী বিজিবি
চেকপোস্ট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তার কাছে থাকা
ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
বিজিবি আরো জানায়, আটক মাদক বিক্রেতা ছাত্রলীগের বেনাপোল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেন। তার
কাছ থেকে দৈনিক নাগরিক ভাবনা ও এবং জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের
পরিচয়পত্র পাওয়া গেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সাংবাদিকতার সাইন বোর্ড
ব্যবহার করে এবং মোটরসাইকেলে প্রেসস্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে
ব্যবসা পরিচালনা করে আসছে মফিজ। আটক মফিজের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায়
সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
প্রেরক: মহসিন আলী। বেনাপোল প্রতিনিধি।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!