Dark Mode
Monday, 27 March 2023
Logo
শূন্য রানে দুই উইকেট হারাল পাকিস্তান!

শূন্য রানে দুই উইকেট হারাল পাকিস্তান!

নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্টে চারদিন সমানতালে লড়ছিল পাকিস্তান। তবে করাচিতে আজ চতুর্থ দিন গোধুলিলগ্নে এসে পিছিয়ে পড়ল স্বাগতিকরা এবং এখন তারা কঠিন বিপদেও। ৩১৯ রানের টার্গেটে নেমে কোনো রান না তুলেই দুই উইকেট হারিয়েছে বাবর আজমের দল। শুক্রবার পঞ্চম ও শেষ দিন জিততে পাকিস্তানকে করতে হবে ৩১৯ রান, আর কিউইদের চাই ৮ উইকেট।

 

৯ উইকেটে ৪০৭ রান নিয়ে আজ চতুর্থ দিন ব্যাটিংয়ে নামা পাকিস্তান আর এক রান তুলে অলআউট হয়ে যায়। এরপর ৫ উইকেটে ২৭৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। তাতে ৩১৯ রানের টার্গেটের সামনে পড়ে পাকিস্তান। এই টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারে আব্দুল্লাহ শফিক ও তৃতীয় ওভারে মির হামজাকে হারায় পাকিস্তান। শফিককে বোল্ড করেন পেসার টিম সাউদি, আর ইস সোধির ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে যান নাইট ওয়াচম্যান হামজা।

 

এর আগে টম ব্লান্ডেল (৭৪), মাইকেল ব্রেসওয়েল (৭৪) ও টম ল্যাথামের (৬২) ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৭৭ রান তুলে পাকিস্তানকে তিনশোর্ধ্ব টার্গেট দিতে সমর্থ হয় নিউজিল্যান্ড। কাল বড় কোনো জুটিই পারে পাকিস্তানের জয়ের আশা জাগাতে।

 

এর আগে করাচিতে প্রথম টেস্ট ড্র হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে একই ভেন্যুতে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।  

জরুরী বার্তা ::: বাংলাদেশের সংবিধান ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম রাষ্ট্রবিরোধী ও উষ্কানীমূলক কোন সংবাদ পাঠাবেন না । সত্যের সাথে থাকুন সব সময় । ধন্যবাদ


Comment / Reply From

জরুরী বার্তা ::: বাংলাদেশের সংবিধান ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম রাষ্ট্রবিরোধী ও উষ্কানীমূলক কোন সংবাদ পাঠাবেন না । সত্যের সাথে থাকুন সব সময় । ধন্যবাদ