Dark Mode
Sunday, 13 October 2024
Logo
যশোরের শার্শায় দুর্নীতি-চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা

যশোরের শার্শায় দুর্নীতি-চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা

বেনাপোল প্রতিনিধি
দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে যশোরের শার্শায় এক মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের নবাগত জেলা প্রশাসক
আজাহারুল ইসলাম।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদের স্বরণে এক মিনিট নিরাবতা
পালন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা প্রথামিক
শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজসেবা
অফিসার তৌহিদুর ইসলাম, শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত,
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর
হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ
শামছুর রহমান, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির,
প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ মহসিন মিলন, এটিএন বাংলার আহম্মদ আলী শাহিন, দৈনিক লোক
সমাজের মনিরুল ইসলাম মনির, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহা সেলিমসহ উপজেলার বিভিন্ন
সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি,
সাংবাদিক পেশাজীবী ব্যবসায়ী,গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
নবাগত জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক জীবনের
বিনিময়ে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। যারা শহিদ
হয়েছে ও আহত হয়েছেন তালিকা করা হচ্ছে। তিনি বলেন, বিগত ফেসিস্ট সরকারকে হঠাতে ছাত্র-জনতা
যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তেমনি রাষ্ট্রের পুনর্গঠন নিশ্চিত করতে নিজেদের জায়গা থেকে তারা যেন
এখনও ঐক্যবদ্ধ থাকে।
তিনি আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবেনা, সে যে কোন দলের হউক না
কেন।



Comment / Reply From