Dark Mode
Friday, 29 March 2024
Logo
মানুষের অন্যান্য জায়গার তুলনায় গোপন অঙ্গ কালো হয় কেন ?

মানুষের অন্যান্য জায়গার তুলনায় গোপন অঙ্গ কালো হয় কেন ?

যৌনাঙ্গ এবং উরুসন্ধি কালো হওয়া নিয়ে অনেকের মধ্যেই হতাশা দেখা দেয়। বিশেষ করে এশীয়দের মধ্যে। যার কারণে দক্ষিণ এশিয়া এসব ক্রিম, মলম বেশি ব্যবসা চলে।

তবে এটা মোটেই উদ্বেগজনক কিছু না। শরীরের অন্যান্য জায়গার তুলনায় যৌনাঙ্গ এবং উরুসন্ধির রং তুলনামূলক গাঢ় হয়। অঞ্চলভেদে এর হার বেশি বা কম হতে পারে ।

দেহের উজ্জলতা নির্ভর করে মেলানিনের উপড়। এই উপাদানটির উপরেই নির্ভর করে ব্যাক্তির দেহত্বক কেমন হবে। মেলানিনের পরিমাণ কম - বেশি হওয়ার কারণে গায়ের রং ফর্সা হলেও যৌনাঙ্গ এবং উরুসন্ধি কালো হয়ে থাকে। তাই মুখের তুলনায় যৌনাঙ্গ কালো হওয়ায় চিন্তার কোনো কারণ নেই। তবে হঠাৎ করেই যৌনাঙ্গের রং ফর্সা/ পরিবর্তিত হয়ে গেলে ডাক্তারের পরামর্শ নিন, সেটা রোগের কারণে হতে পারে।

অনলাইনে অফলাইনে যত জায়গায় যৌনাঙ্গ ফর্সা করার ক্রীম, যৌনাঙ্গ ফর্সা করার ওষুধ, যৌনাঙ্গ ফর্সা করার উপায়, যৌনাঙ্গ ফর্সা করার টিপস, কীভাবে যৌনাঙ্গ ফর্সা করা যায়,ফর্সা যৌনাঙ্গ, গোপনাঙ্গ ফর্সা করার টিপস, গোপনাঙ্গ ফর্সা করার ক্রীম, গোপনাঙ্গ ফর্সা করার ওষুধ টাইপের বিজ্ঞাপন দেখবেন সব ভুয়ো। এগুলো ব্যবসায়িক ধান্দা ছাড়া কিছুই না।



Comment / Reply From

You May Also Like