Dark Mode
Wednesday, 06 December 2023
Logo
বিছনায় প্রস্রাব করার কারণে বৃদ্ধ বাবাকে জোরে জোরে লাথি ঘুসি দেই ফাতেমা

বিছনায় প্রস্রাব করার কারণে বৃদ্ধ বাবাকে জোরে জোরে লাথি ঘুসি দেই ফাতেমা

মনির খান তিন কন্যার জনক সে চাদপুর জেলার বাসিন্দা  তার বড় মেয়ে মাষ্টার রোলে চাকরী করেন চাদপুর সরকারী মহিলা কলেজে । কিন্তু বাবা মনির খান বৃদ্ধ হয়ে প্রায় বিছনায় শুয়া তার শরীল খুবই খারাপ তাকে কোন চিকিৎসা করানো হয় না । এক পর্যায় তার শরীল অবশ প্রায় এমন সময় সে অনুভব করতে পারছেনা তার পায়খানা প্রস্রাবের কথা, এমতবস্থায় সে বিছনায় প্রস্রাব করার কারনে তার মেয়ে ফাতেমা তাকে জোরে জোরে কিল ঘুশি ও লাথি মারতে থাকে পাশ্ববর্তীরা জানান তারা প্রায় মনির খান ও তার মেয়ে ফাতেমার ঝগড়া ও চিল্যাপাল্লা শুনতে পান । তাকে প্রায় সময় মারা হয় । 

এ ঘঠনা চাদপুর থানায় জানানো হলে সঙ্গে সঙ্গে চাদপুর মডেল থানায় তাকে আটক করে আনা হয় । 

এলাকাবাসী তার শাস্তি চাই ও জরুরী পদক্ষেপ নিতে জোর দাবী জানায় তাকে দেখে যেন আর কোন মেয়ে বাবা মাকে এমন অত্যাচার করতে সাহস না পাই । 



Comment / Reply From