Dark Mode
Sunday, 08 September 2024
Logo
নোয়াখালীতে বন্যার্তদের মাঝে ঔষুধ ও খাদ্য সামগ্রী বিতরন।

নোয়াখালীতে বন্যার্তদের মাঝে ঔষুধ ও খাদ্য সামগ্রী বিতরন।

মোঃ রিয়াজুল সোহাগ, জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনীতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর কালিনগর আওলাদুর্-রসূল (সাঃ) দরবার শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে প্রায় ১৩০০ পরিবারের জন্য প্রয়োজনীয় শিশু খাদ্য, ঔষুধ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
কালিনগর আওলাদুর্-রসূল (সাঃ) দরবার শরীফের বড় সাহেবজাদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, সহ-আইন বিষয়ক সম্পাদক, এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ্ সার্বিক নির্দেশনায় ও
কালিনগর আওলাদুর্-রসূল (সঃ) দরবার শরীফ এর বর্তমান পীর,
(প্রেসিডেন্ট গোল্ড মেডেলিস্ট ও প্রাইম মিনিস্টার গোল্ড মেডেলিস্ট) আল্লামা সায়্যিদ আনিসুল আরেফিন এর অর্থায়নে পরিচালনায় মঙ্গলবার নোয়াখালী চৌমুহনী পৌরসভার রেলগেইটে দরবার শরীফের মালবাহী ট্রাক এসে পৌঁছায়,
এ সময় দরবার শরীফের দায়িত্ব থাকা স্বেচ্ছাসেবীরা ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন।
নোয়াখালীর বন্যা কবলিত মানুষের জন্য ত্রান এসে পৌঁছালে তাদেরকে স্বাগত জানায়,বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলু, চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক সেক্রেটারি আফতাব উদ্দিন মাসুদ থানা বিএনপির সহ-সাধারন সম্পাদক আহসান উল্ল্যা, সেচ্ছাসেবক দলের পৌরসভার আহবায়ক রাশেদ সুমন ও যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ।

পরে তারা বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে দরবার শরীফের স্বেচ্ছাসেবকদেরকে সহায়তা করেন।

এর আগে তারা লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালীর সোনাইমুড়ী, সদর, সেনবাগ বিভিন্ন জায়গা ত্রান বিতরণ করেন।

এছাড়া ও শেখ আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হান্নান শেখ,মশিউর রহমান,,মাওঃ মুফতি আবদুস সালাম বিপ্লবী,নোমান হোসেন,মাওঃ মুফতি হাসানুজ্জামান চিশতি,মো: জাহিদ হাসান,মাওঃ শরীফ উল্লাহ আশেকী,বায়েজিদ হাসান, সোহাগ হোসেন, রফিক রাহান, শামীম ফকির,রবিউল আলী মীর,সাজিদুর রহমান সাজিদ দরবার শরীফের ত্রান বিতরণের জন্য গোপালগঞ্জের মুকসুদপুর থেকে আসেন।



Comment / Reply From

You May Also Like