
নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৭২ জন ই নির্মম ভাবে নিহত
আজ রবিবার সকালে নেপালের রাজধানী কাঠমন্ডু থেকে পোখড়ার উদ্যোশ্য রওনা দেই একটি যাত্রীবাহী বিমান ক্রু সহ মোট ৭২ জন যাত্রী নিয়ে ঠিক পোখড়া ও নেপালের পুরাতন বিমান বন্দরের মাঝামাঝি গেলে অবতরণের জন্য প্রস্থুতি নিচ্ছিল ঠিক এমন সময় বিমান টি রানওয়ে থেকে ছিটকে পড়ে । সব কজন যাত্রী সহ আগুন লাগে ও বিমান টি ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায় সাথে থাকা সব যাত্রীরা ও মারা যায় । সাথে সরকারী বেসরকারী সব লোক জন উদ্ভার কাজে লেগে যায় ।
কাঠমন্ডু পোষ্টের তথ্য অনুসারে জানা যায়,ওই এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা জানান, বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন। এয়ারলাইন্স এর মুখপাত্র জানান বেলা ১১.১০ পর্যন্ত কোট ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে । পোখরা উপত্যকায় সেতি নদীর ঘাটে পড়েছিল বিমানটি।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্ড।
উদ্ধারকাজের জন্য সমস্ত সরকারি সংস্থাকে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এ ঘটনায় মন্ত্রিসভার জরুরি বৈঠকও ডেকেছেন তিনি।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!