
নারী নেতৃত্বে জাতিসংঘকে উদাহরণ সৃষ্টির আহবান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
এবি সিদ্দিক : নারী নেতৃত্বে জাতিসংঘকে উদাহরণ সৃষ্টির আহবান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়নের জন্য সকল জনশক্তিকে মানবসম্পদে পরিনত করার বিকল্প নেই। সামগ্রিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৮ তম অধিবেশনের ফাঁকে ইউএনজিএ প্লাটফর্ম অব উইমেন লিডারদের বার্ষিক সভায় নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ সম্পর্কে জাতিসংঘের প্রতি আহবান জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, নারী নেতৃত্বে জাতিসংঘকে উদাহরণ সৃষ্টি করতে হবে। প্রতিটি দেশ আলাদা আর তাদের ভিন্ন চ্যালেন্জ এবং সামাজিক ও সাংস্কৃতিক ভিন্নতা আছে। তবে, সবাই যেহেতু ২০৩০ এজেন্ডা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে সেহেতু তাদের লিঙ্গসমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকা দরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সমগ্র ক্ষেত্রে অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেছেন। লিঙ্গসমতা প্রতিষ্ঠার মাধ্যমে অংশীদারত্বের ভিত্তিতে দেশের সকল খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন।
বাংলাদেশে নারী নেতৃত্ব,নারীর ক্ষমতায়ন ও নারী অংশগ্রহণের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীরা এখন রাষ্ট্রদূত, সর্বোচ্চ আদালতের বিচারক, বেসামরিক প্রশাসনের উচ্চপদের কর্মকর্তা, সশস্ত্রবাহিনী, আইন প্রণয়নকারীসহ সর্বক্ষেত্রে নারী প্রতিনিধিত্ব করছে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!