জি-২০ বৈশ্বিক ভালোর জন্য তার মিশনে দৃঢ়প্রতিজ্ঞ: বললেন ভারত প্রধানমন্ত্রী
জরুরী বার্তা ডেস্ক : সদ্য শেষ হলো ভারতের সভাপতিত্বে জি-২০ শীর্ষ সন্মেলন। বিশ্ব নেতাদের পদচারণায় সন্মেলন স্থল ছিলো মুখরিত। প্রথম দিন সফলভাবে সমাপ্ত করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জি-২০ সন্মেলন বিশ্ব ভালোর জন্য তার মিশনে দৃঢ়প্রতিজ্ঞ।
সন্মেলন বিশ্ব নেতাদের একটি মিলনমেলায় পরিণত হয়েছে। একটি আকর্ষণীয় চিত্র ফুটে উঠে যখন নরেন্দ্র মোদির সাথে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দ্য সিলভা,দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন এক গ্রুপ ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। ভারত সরকার আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আম নাহিয়ানের সাথেও সাক্ষাৎ করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জি-২০ সন্মেলন এর প্রথম দিন এক্স এ ও তার আগে টুইটারে পোস্ট করেছিলেন, " একত্রে যুক্তরাষ্ট্র,ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা আমাদের ভাগ করা বিশ্বের জন্য জি-২০ সরবরাহ করার জন্য আমাদের ভাগ করা অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।"
জো বাইডেন আরো লিখেছেন, " এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত। এটাই এই জি-২০ শীর্ষ সন্মেলনের ফোকাস। স্থিতিস্থাপক অবকাঠামো তৈরি, মানসম্পন্ন অবকাঠামো বিনিয়োগ এবং একটি ভালো ভবিষ্যৎ তৈরি করা বৃহত্তর সুযোগের প্রতিনিধিত্ব করে।"
জি-২০ শীর্ষ সন্মেলনের ফাঁকে উক্ত চার দেশের নেতারা সাক্ষাৎ করে বৈশ্বিক চ্যালেন্জ মোকাবিলায় ভারতের প্রেসিডেন্সির ঐতিহাসিক অগ্রগতি গড়ে তুলতে অঙ্গীকার করেন।
৯ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সন্মেলনের উদ্বোধনীর দিন আফ্রিকান ইউনিয়নকে গ্রুপে অন্তর্ভুক্ত, দিল্লি ঘোষণার শতভাগ ঐক্যমত,একটি জৈব জালানি জোট ও ভারত-মধপ্রাচ্য- ইউরোপ অর্থনৈতিক ঘোষণাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রগতির সাক্ষী ছিল করিডোর ( IECC EC)।
জি-২০ সন্মেলনের প্রথম দিন ভারত, যুক্তরাষ্ট্র,আরব আমিরাত,সৌদি আরব,ফ্রান্স, জার্মানি, ইতালি ও ইউরোপীয় ইউনিয়ন, IECC EC প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সুত্র : এএনআই
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!