Dark Mode
Wednesday, 06 December 2023
Logo
গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ : হাসপাতালে চিকিৎসাবস্থায় মৃত্যু ৩

গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ : হাসপাতালে চিকিৎসাবস্থায় মৃত্যু ৩

জরুরী বার্তা ডেস্ক : ঘটে গেলো এক হৃদয়বিদারক ঘটনা। গ্যাস বিস্ফোরণে প্রথমে বাবা ও মায়ের মৃত্যু পরে মেয়ের। এমন ঘটনা ঘটেছে রাজধানীর জুরাইন এলাকায়।

ঢাকার কদমতলির জুরাইন এলাকায় সরদার বাজার সলিমুল্লাহ রোডে মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন মোঃ আতাহার(৩৫) ও তার স্ত্রী মুক্তা (৩০), মেয়ে আফসানা (৫) এবং তার শ্বশুর ও শ্বাশুড়ি।

গত ১৩ আগস্ট রাত ১ টার পরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। তিতাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারের বেঁচে যাওয়া সদস্য।

গ্যাস বিস্ফোরণে মোঃ আতাহার ও তার পরিবারের সবাই দগ্ধ হলে সাথেসাথেই সকলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।
সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আতাহার ও তার স্ত্রী মুক্তার।

চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় আতাহারে শ্বশুর ও শ্বাশুড়িকে। গুরুতর দগ্ধ নিয়ে চিকিৎসাধীন থাকেন মেনে আফসানা।

আজ ২৩ আগস্ট বুধবার সকালে মৃত্যু হয় মেয়ে আফসানার। হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ তরিকুল ইসলাম জানান, আফসানার শরীর ২৫ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল।Comment / Reply From

You May Also Like