Dark Mode
Wednesday, 06 December 2023
Logo
গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ : হাসপাতালে চিকিৎসাবস্থায় মৃত্যু ৩

গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ : হাসপাতালে চিকিৎসাবস্থায় মৃত্যু ৩

জরুরী বার্তা ডেস্ক : ঘটে গেলো এক হৃদয়বিদারক ঘটনা। গ্যাস বিস্ফোরণে প্রথমে বাবা ও মায়ের মৃত্যু পরে মেয়ের। এমন ঘটনা ঘটেছে রাজধানীর জুরাইন এলাকায়।

ঢাকার কদমতলির জুরাইন এলাকায় সরদার বাজার সলিমুল্লাহ রোডে মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন মোঃ আতাহার(৩৫) ও তার স্ত্রী মুক্তা (৩০), মেয়ে আফসানা (৫) এবং তার শ্বশুর ও শ্বাশুড়ি।

গত ১৩ আগস্ট রাত ১ টার পরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। তিতাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারের বেঁচে যাওয়া সদস্য।

গ্যাস বিস্ফোরণে মোঃ আতাহার ও তার পরিবারের সবাই দগ্ধ হলে সাথেসাথেই সকলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।
সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আতাহার ও তার স্ত্রী মুক্তার।

চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় আতাহারে শ্বশুর ও শ্বাশুড়িকে। গুরুতর দগ্ধ নিয়ে চিকিৎসাধীন থাকেন মেনে আফসানা।

আজ ২৩ আগস্ট বুধবার সকালে মৃত্যু হয় মেয়ে আফসানার। হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ তরিকুল ইসলাম জানান, আফসানার শরীর ২৫ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল।



Comment / Reply From

You May Also Like