Dark Mode
Wednesday, 06 December 2023
Logo
এবার রাজ্যের জন্য এক হলেন রাজ-পরীমনি : দাম্পত্য কলহ ভুলে করবেন চুকিয়ে সংসার

এবার রাজ্যের জন্য এক হলেন রাজ-পরীমনি : দাম্পত্য কলহ ভুলে করবেন চুকিয়ে সংসার

দোলা আক্তার :দাম্পত্য কলহের কারণে প্রায় ৩ মাস একে অপরে নানাভাবে বাকযুদ্ধে লিপ্ত থাকার পরে অবশেষে গতকাল বুধবার রাতে একসাথ হলেন বর্তমান সময়ের বহুলালোচিত রাজ পরীমনি জুটি।

বিভেদ ভুলে ছেলে রাজ্যের জন্য এক হলেন বাবা - মা। মান অভিমান ভেঙে ছেলের সুখের জন্য দূরত্ব কমিয়ে ফের চুকিয়ে সংসার করবেন রাজ ও পরীমনি। গেলো ১০ আগস্ট রাজ্যের জন্মদিনে একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমনি। উপস্থিত ছিলেন বিনোদন জগতের অনেকেই। কিন্তু সেখানে দেখা যায়নি রাজকে। তবে রাজ্যের জন্য কলকাতা থেকে আনা উপহার সামগ্রী দু দিন আগেই রাজ নিজে গিয়ে ছেলেকে দিয়ে আসেন।

গতকাল বুধবার রাতে একসাথে তাদের কেক কাটতে দেখা যায়। গানবাংলার স্টুডিওতে সংগিত আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সাথে তাদের দেখা যায় একসাথে। গানবাংলা টিভি চ্যানেলটির স্বত্বাধিকারী কোশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর উদ্যোগে তারা মান অভিমান ভেঙে ছেলের সুখের জন্য একসাথ হলেন।



Comment / Reply From