একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।
সোহেল রানা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসঙ্গে রাবের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
তিনি জানান, তফসিল ঘোষণার পর যেন কোনো মহল নাশকতা অথবা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়েছে। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে মানুষকে তল্লাশি করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, তফসিলের কারণে ঢাকা মহানগরীতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি আমাদের আছে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা গতকালই জানিয়েছেন যে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করা হবে। এর আগে জাতির উদ্দেশে ভাষণ দিবেন তিনি। প্রধান নির্বাচন কমিশনারের ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।